জামুরিয়ার এক গৃহস্থ বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। জামুরিয়ার বাহাদুরপুরের গোয়ালাপাড়ায় ঘটনাটি ঘটে। ঘটনায় এক নাবালকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সিলিন্ডার বিস্ফোরণের জেরে এই কাণ্ড ঘটেছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শক্তিশালী বিস্ফোরণের নেপথ্য কারণের খোঁজ শুরু করেছে পুলিশও। মঙ্গলবার রাতে যে যার কাজে ব্যস্ত ছিলেন। ঘুমোতে যাওয়ার প্রস্তুতি করছিলেন সকলে। ঠিক সেই সময় জামুরিয়ার বাহাদুরপুরের গোয়ালাপাড়ার বাসিন্দা সদাময় মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণ হয়। স্থানীয়রা শব্দ শুনে দৌড়ে বাড়ি থেকে বেরন। তাঁরা দেখেন বিস্ফোরণের তীব্রতায় পাকা বাড়িটি একেবারে ভেঙে গিয়েছে। বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড। বাড়ির সদস্যদের রক্তারক্তি অবস্থা। ঘটনায় আহত হন মোট ৭ জন। তাঁদের মধ্যে চারজনকে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়। সেই অনুযায়ী আহতদের অন্যত্র স্থানান্তকরণের তোড়জোড় শুরু হয়। পথেই মৃত্যু হয় বছর দশেকের এক নাবালকের। এরপরই উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা। স্বাস্থ্যকেন্দ্রে শুরু হয় ভাঙচুর। বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।