কলকাতা

আগামীকাল বিকেলে মন্ত্রী হিসাবে শপথ নেবেন ‘একঝাঁক’ নতুন মুখঃ সূত্র

সূত্রের খবর, আগামীকাল মন্ত্রিসভায় ‘একঝাঁক’ নতুন মুখ শপথ নেবেন। বুধবার বিকেল ৪ টার সময় রাজভবনের থ্রোনরুমে শপথ নেবেন ‘নয়া মন্ত্রীরা’। শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল লা গনেশন। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শপথগ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্র মারফত জানা গিয়েছে, মন্ত্রিত্ব পাচ্ছেন বাবুল সুপ্রিয়, তাপস রায়, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, স্নেহাশিষ চক্রবর্তী এবং প্রদীপ মজুমদার। মন্ত্রিসভায় আসতে পারেন পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী। তবে তিনি হতে পারেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মন্ত্রিসভার কাওকে কাওকে দলের দায়িত্ব দেওয়া হতে পারে। গত সোমবার তমলুক সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সৌমেন মহাপাত্রকে। তিনি সেচমন্ত্রী। তবে আগামীকাল তাঁর মন্ত্রিত্ব নাও থাকতে পারে। প্রতিমন্ত্রীর আসনে বসতে পারেন সত্যজিৎ বর্মণ , তাজমুল হোসেন। অন্যদিকে, বীরবাহা হাঁসদা পেতে পারেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর আসন।