কলকাতা

টেট উত্তীর্ণদের সঙ্গে সাক্ষাৎ করলেন কুণাল ঘোষ, শুনলেন অভাব-অভিযোগ

 মঙ্গলবার আন্দোলনকারীদের প্রতিনিধিদল ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে একটি স্মারকলিপি জমা দেন। পরে তাঁরা ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে দেখা করে আধঘণ্টা বৈঠক করেন।  টেটের আন্দোলনকারীরা বলেন,“মুখ্যমন্ত্রী তো সেই কবে আমাদের নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। দায়িত্ব দিয়েছিলেন তখনকার ভারপ্রাপ্ত শিক্ষাকর্তাদের। কিন্তু আমাদের সঙ্গে কেউ দেখা দূরের কথা, আলোচনার সঙ্গে এক মিনিটও সময় দেননি। এমনকী বারে বারে চিঠি জমা দিলেও একটারও উত্তর দেননি।” নিজেদের দুর্ভোগের কথা বলতে গিয়ে টেটের উত্তীর্ণরা বলেন, দিনের পর দিন আমরা রাস্তায় ঘুরছি, দরজায় দরজায় অভিযোগ জানাতে গিয়েছি কেউ শোনেননি। টেট উত্তীর্ণদের যন্ত্রণার কথা শুনে কার্যত ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের মুখপাত্র। বলেন,  “মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন তার পরেও যাঁরা দায়িত্বে ছিলেন তাঁরা সময়মতো পালন না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।” এরপরই কিছুটা গলার স্বর চড়িয়ে কুণাল বলেন, “বুঝতে পারছি না তিনি বা তাঁএরা কতবড় লাটসাহেব, যে এতদিনেও এই ছেলেমেয়েগুলোর সঙ্গে একবার কথা বলার সময় সুযোগ পেলেন না। সেদিন কথা বললে, আজ তৃণমূলের সৈনিকদের পরিস্থিতি সামলাতে নামতে হত না। পার্থদা বা মানিক ভট্টাচার্যদের উচিত ছিল তখনই মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এদের সঙ্গে আলোচনা করে আইন মেনে সমাধান করা।”