প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী দশম শ্রেণির এক ছাত্রী। মৃতা নাবালিকা দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের বাসিন্দা। এবার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল সাউথ পয়েন্ট স্কুলের ওই কৃতী ছাত্রীর। উল্লেখ্য, নাবালিকার বাবা স্থানীয় খেয়াদহ-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সন্তোষ মজুমদার। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশের এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রুমঝুম পার্কের বাসিন্দা নাবালিকার। কিন্তু সেকথা ঘূণাক্ষরেও জানতে পারেননি তাঁর বাবা-মা। শুক্রবার ভোররাতে মেয়ের ঘরে আলো জ্বলতে দেখে সন্দেহ হয় বাবার। এরপরেই ঘরের দরজা ঠেলতেই দেখা যায়, সিলিং ফ্যান থেকে ঝুলছে নাবালিকার মৃতদেহ। সঙ্গে সঙ্গেই খবর যায় নরেন্দ্রপুর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। উদ্ধার হয় একটি সুইসাইড নোট। সেখান থেকেই জানা যায়, বেশ কিছুদিন ধরেই নাবালিকাকে উত্তরপ্রদেশে আসার জন্য চাপ দিচ্ছিল ওই তরুণ। সুইসাইড নোটে তার ফোন নম্বরও লিখে রেখে গেছে ওই নাবালিকা।