বালুরঘাট শহরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারের বাড়িতে দুঃসাহসিক চুরি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, শহরের ডাকবাংলো পাড়া এলাকায়। জানা গিয়েছে, গতকাল রাতে, বাড়ির জানালার গ্রিল ভেঙে সোনার গয়না, নতুন দামি শাড়ি সহ অন্যান্য আসবাবপত্র চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। আজ সকালে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার জিনিস চুরি গিয়েছে বলে জানিয়েছেন গৃহকর্তা। ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিস। তবে এখন পর্যন্ত চুরির ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা গিয়েছে, বালুরঘাট শহরের ডাকবাংলো পাড়ায় ভাড়া থাকেন হিলি স্টেট ব্যাঙ্কের ম্যানেজার গোপাল জি। স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি বসবাস করতেন। অন্যান্য দিনের মতো রবিবার রাতেই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে ঘুম থেকে উঠতে গিয়ে দেখেন বাইরে থেকে দরজা বন্ধ৷ কিন্তু জানালার গ্রিল খোলা। এবার বাড়ির অন্যরা দরজা খুলে দেয়। এরপরই নজরে আসে ঘরে ভেতরের স্টিল আলমারির তালা ভাঙা। সব উল্টো পালটা অবস্থায় রয়েছে। ঘরের জানালা ভেঙে ভেতর থেকে বেশ কয়েকটি দামী শাড়ি, ৫ – ৬ ভরি সোনার গয়না-সহ অন্যান্য আসবাবপত্র চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার জিনিস চুরি গিয়েছে বলে ব্যাঙ্ক ম্যানেজার জানিয়েছেন৷ এদিকে বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।