দেশের রাজধানী দিল্লিতে ফের সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা। উত্তরপ্রদেশ পুলিশের তরফে এসেছে সতর্কবার্তা। ইতিমধ্যেই জারি করা হয়েছে হাই অ্যালার্ট। জানা গিয়েছে, পুরো দিল্লিকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে উত্তরপ্রদেশ পুলিশের কাছে পাঠানো হয়েছে বেনামী ই-মেল। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের অফিসার জানিয়েছেন, একটি বেনামী ই-মেল এসেছে, তা ছাড়া সন্ত্রাসবাদী সংগঠন তেহরিক-ই-তালেবানের (ইন্ডিয়া সেল) কিছু গ্রেফতার হওয়া সদস্যের থেকেও একই বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ উল্লিখিত ইমেল সম্পর্কে বিশদ বিবরণ দিল্লি পুলিশকে পাঠিয়েছে। কোথা থেকে এই ইমেল পাঠানো হয়েছে, তা খোঁজার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দিল্লির উপরে জঙ্গিদের নজর সব সময়েই রয়েছে। অন্য নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়ে কাজ করা হচ্ছে।