ভয়াবহ দুর্ঘটনার কবলে নেদারল্যান্ডের মেট্রো। প্রবল গতিতে স্টেশনের পাঁচিল ভেঙে বাইরে বেরিয়ে গিয়েছিল মেট্রোটি । সেখান থেকে সোজা নীচেই পড়ার কথা । কিন্তু কপালের জোর বোধহয় একেই বলে । তেমন কিছুই হল না। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, কোনও যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেনটি সঠিক স্থানে দাঁড়াতে পারেনি । নিয়ন্ত্রণ হারিয়ে সেটি প্রবল গতিতে সামনের পাঁচিলে ধাক্কা মারে । পাঁচিল ভেঙে আরও খানিকটা এগিয়ে যায় মেট্রোর সামনের কয়েকটি বগি । কিন্তু ভাগ্য সে দিন সদয় ছিল । তাই মারাত্মক দুর্ঘটনা এড়ানো গেল সহজেই । মেট্রো স্টেশনের ঠিক পাশেই রয়েছে একটি পার্ক । সেই পার্কের সৌন্দর্যায়নের জন্য দু’টি বিশালাকার তিমির লেজের স্থাপত্য তৈরি করা ছিল । মেট্রোর সামনের বগিটি স্টেশনের পাঁচিল ফুঁড়ে বেরিয়ে সোজা একটি তিমির লেজে গিয়ে আটকে যায় । তারপর সেখানেই ঝুলে থাকে সেটি । ফলে কোনওরকম প্রাণহানি ঘটেনি ।