কলকাতা

পাটনায় অনুষ্ঠান করতে গিয়ে গণধর্ষণের শিকার যাদবপুরের সঞ্চালিকা, দুই মাস পরও অধরা অভিযুক্তরা

পাটনার হোটেলে যাদবপুরের তুরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। নির্যাতিতা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঞ্চালক। জুলাই মাসে কাজের সূত্রে পাটনা গিয়েছিলে বলে খবর। অভিযোগ পাটনার এক হোটেলের ৫১২ নম্বর ঘরে ওই তরুণীকে গণধর্ষণ করে দুই যুবক। কিন্তু থানায় অভিযোগ দায়ের হলেও এখনও গ্রেফতার হয়নি, হর্ষরঞ্জন ও বিক্রান্ত কেজরিওয়াল নামে দুই অভিযুক্ত। প্রসঙ্গত, কলকাতা পুলিস জিরো এফআইআর করে পাটনার গান্ধীপুরা থানাতে পাঠায়। তবে পাটনা পুলিসের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ উঠেছে। ২ মাস পরেও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় প্রশ্নে পুলিসের ভূমিকা। পাটনা পুলিস সূত্রে খবর, অভিযুক্তদের খোঁজ চলছে। ইতিমধ্যেই হোটলকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তরুণীর অভিযোগ, পারিশ্রমিক দেওয়ার অজুহাতে তাঁর ঘরে ঢোকে অভিযুক্তরা। পরে সেখানে নেশা করে,তরুণী প্রতিবাদ করায় বাক-বিতণ্ডাও হয়। তারপরেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ। প্রমাণ মুছে দেওয়ার জন্য জলে ফেলে দেওয়া হয়। জোর করে খাওয়ানো গর্ভ নিরোধক ওষুধ। প্রাণ নাশের হুমকিও দেওয়া হয় বলে জানান ওই তরুণী। পরে কলকাতা এসে মেডিকেল রিপোর্ট এবং জিরো এফআইআর করে পাটনা পুলিসের কাছে পাঠায় কলকাতা পুলিস। কিন্তু তারপরেও পাটনা পুলিস নড়েচড়ে না বসায় সোশ্যাল মিডিয়ার সাহায্য নেন নির্যাতিতা।