কলকাতা

আধার কার্ড বাতিল নিয়ে মোদিকে চিঠি মমতার

আধার কার্ড কেন বাতিল করে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, ‘আধার কার্ডের আইন ভেঙে রাজ্য সরকারকে না জানিয়ে দিল্লির অফিস থেকে একের পর এক আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। এটা খুব আশ্চর্যজনক। কাউকে কোনও কিছু না জানিয়েই আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে।’ মুখ্যমন্ত্রীর মারাত্মক অভিযোগ, ‘তফশিলি ফেডারেশন থেকে শুরু করে একাধিক জায়গা থেকে আমি অভিযোগ পাচ্ছি। লোকসভা ভোটের আগে এই ধরনের আতঙ্ক কেন তৈরি করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে? তফশিলি জাতি, তফশিলি উপজাতিদের বেছে বেছে আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে এটা খুব দুঃখজনক।’ আধার বাতিলের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।