দেশ

মমতার ডাকা কনস্টিটিউশন ক্লাবের বৈঠকে বিরোধী দলগুলি যোগ দিলেও থাকছে না কেজরিওয়াল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা কনস্টিটিউশন ক্লাবের বৈঠকে থাকছে না আম আদমি পার্টি। অন্যান্য বিজেপি বিরোধী দলগুলি যোগ দিলেও অরবিন্দ কেজরিওয়াল আজকের বৈঠকে কোনও প্রতিনিধি পাঠাচ্ছেন না। আপ সূত্রে খবর, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি নিয়ে তারা একটু ধীরে চলো নীতিতে বিশ্বাস করছেন। আর সেই জন্যেই এই দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত। একইসঙ্গে কংগ্রেস-বিজেপি থেকে সমদূরত্ব নীতি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে কে চন্দ্রশেখর রাও-এর টিআরএস। স্বাভাবিক ভাবেই তেলঙ্গানা রাষ্ট্রসমিতির কোনও প্রতিনিধি আজকের বৈঠকে উপস্থিত থাকছে না। বৈঠকে থাকবে না নবীন পট্টনায়েকের বিজেডিও। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরবিন্দ  কেজরিওয়ালের সম্পর্ক বরাবরই ভালো। এদিকে দিল্লির পর পঞ্জাবেও ক্ষমতা দখল করেছে আপ। আরও কয়েকটি রাজ্যে নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এই প্রেক্ষিতে বিজেপি বিরোধী দল হিসেবে আপের গুরুত্ব কখনই অস্বীকার করা যায় না। যদিও আপ সূত্রে খবর, শুধু রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টির জন্যই তারা বৈঠকে যাচ্ছে না।