দেশ

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে আজ দেশজুড়ে গণ অনশনে আপ কর্মী-সমর্থকরা

 দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে রবিবার নতুন করে বিক্ষোভ প্রদর্শন আপ কর্মী, সমর্থকদের। আজ দেশজুড়ে গণ-অনশন পালন করবেন আম আদমি পার্টির কর্মীরা। সকাল ১১টা নাগাদ দিল্লির যন্তরমন্তরে আপ কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেবেন। আদ আদমি পার্টির নেতা গোপাল রাই জানিয়েছেন, আপ সুপ্রিমোর গ্রেপ্তারির প্রতিবাদে আজ সকাল থেকে যন্তরমন্তরে দলের বিধায়ক এবং দেশজুড়ে সমস্ত কর্মী, সমর্থকরা গণ অনশন পালন করবেন। বাড়ি থেকেও সাধারণ মানুষ এই কর্মসূচিতে যোগ দিতে পারেন। গত ২১ মার্চ আবগারি নীতি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল ইডি। জেলবন্দি কেজরিওয়ালের স্বাস্থ্যের অবনতিও ঘটছে। তাঁর গ্রেপ্তারির পর থেকে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন আপের কর্মীরা। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাওয়ের কর্মসূচিও ছিল তাঁদের। বহু আপ কর্মীকে আটক করা হয়েছিল। রবিবার আপের কর্মসূচিতে ফের অশান্তির আশঙ্কা রয়েছে। যা ঘিরে আঁটসাঁট নিরাপত্তা যন্তরমন্তর চত্বরে। রাস্তাগুলো ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে।