আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ দুর্গাপুজোর আগেই সরকারি ও সরকার পোষিত সমস্ত স্কুলে ছাত্রছাত্রীদের দুই ‘সেট’ করে ইউনিফর্ম বা স্কুলের পোশাক পৌঁছে দিতে হবে বলে রাজ্য সরকারের সদর কার্যালয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ৷ বিষয়টি নিয়ে শনিবার রাজ্যের বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ সেই বৈঠকে রাজ্যের সবক’টি জেলার জেলাশাসকরাও উপস্থিত ছিলেন ৷ সূত্রের খবর, শনিবারের ওই বৈঠকেই মুখ্যসচিব সকলকে জানিয়ে দিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্কুল ইউনিফর্ম নিয়ে নবান্নের নির্দেশ কার্যকর করতে হবে ৷ তিনি জানিয়েছেন ছাত্রছাত্রীরা যাতে সঠিক সময়ের মধ্যেই তাদের দুই ‘সেট’ ইউনিফর্ম হাতে পায় তা নিশ্চিত করতে হবে ৷