কলকাতা

সুরাত কোর্টের রায়ই অস্ত্র অভিষেকের! শুভেন্দুর বিরুদ্ধে আদালতে যাচ্ছে তৃণমূল

দলের ছাত্র-যুবদের সভায় চাঁচাছোলা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আগাগোড়া তোপ দাগছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভরা সভায় অভিষেকের হুঁশিয়ারি, ‘এটা তো ট্রেলার, আগামিতে দিল্লির বুকে আন্দোলন আছড়ে পড়বে। বৃহত্তর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন।’ রাহুল গান্ধীর কথাকে আমি সমর্থন করি না। কিন্তু যে কায়দায় তাঁর লোকসভার সদস্যপদ খারিজ হয়েছে তা গায়ের জোর ছাড়া আর কিছুই না। মোদী পদবি নিয়ে বলে যদি রাহুল গান্ধী ওবিসি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করে থাকেন, তার জন্য যদি তাঁর দু’বছরের কারাদণ্ড ও সাংসদ পদ খারিজ হয়, তাহলে যে শুভেন্দু অধিকারী বীরবাহা হাঁসদাকে বলেছিলেন আমার জুতার তলে থাকে, তাঁর কেন বিধায়ক পদ খারিজ হবে না? একমাসের মধ্যে সুরাত আদালতের রায়কে হাতিয়ার করে শুভেন্দুর বিরুদ্ধে আদালতে পিটিশন দাখিল করতে হবে।’ ‘২০২১ সালে বাংলায় প্রচারে এসে দিদি ও দিদি বলে ব্যঙ্গাত্নক রব তুলে মহিলাদের অপমান করেন যখন, তাহলে সেবেলা মোদীর ২ বছরের জেল হবে না কেন? প্রধানমন্ত্রীর পদ খারিজ হবে না কেন?’ ‘আমরা চাই যেখানে দুর্নীতি রয়েছে, শাস্তি হোক। যেখানে অভিযোগ রয়েছে, তদন্ত হোক। কিন্তু পিক অ্যান্ড চুজ় হবে না। যদি এসএসসিকাণ্ডে প্রসন্ন রায় থেকে দিলীপ ঘোষের বাড়ি থেকে দলিল উদ্ধার হয়, কেন দিলীপ ঘোষের কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে না? বিজেপি করলে আইন আলাদা?’