জেলা

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আবারও সরব অভিষেক

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আবারও সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে জনসংযোগ কর্মসূচি গতকাল থেকে শুরু করেছেন তিনি। ২ মাসের কর্মসূচির প্রথম ৩ দিন তিনি থাকছেন কোচবিহারে। দ্বিতীয় দিনে তাঁর সভা ছিল ঘুঘুমারিতে। তাতে ভিড় ছিল নজরকাড়া। সেখান থেকেই সরব হন তিনি। বুধবার অভিষেক বলেন, কোনও নেতা বা বিধায়কের হাতে পায়ে ধরে টিকিট মিলবে না। মানুষ যাকে চাইবে তাঁকেই প্রার্থী করা হবে। এরপরেই বলেন, ধর্মের ভিত্তিতে নয় ভোট হোক উন্নয়নের ভিত্তিতে। তাঁর বার্তা, ন্যায্য অধিকারের দাবিতে ভোট দিন। এদিন কটাক্ষ করে তিনি বলেন, মোদির ৫৬ ইঞ্চির ছাতি দেখে ভোট দিয়েছিলেন কিন্তু আপনাদের মাথার ছাদের টাকা আটকে রেখেছেন তিনি। তাঁর অভিযোগ, রাজনৈতিক ভাবে লড়তে না পেরে বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। অভিযোগ, ‘বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে’। তৃণমূল যুবরাজ বলেন ছাদ নেই, রাস্তা নেই, ১০০ দিনের কাজ নেই- ভোট দিন এই সবের ইস্যুতে। ভোট দিন উন্নয়নের নিরিখে। বলেন উন্নয়ন, অধিকার, সম্প্রীতির দাবিতে পঞ্চায়েতে ভোট দিন। ধর্মের সুড়সুড়িতে নয়।