জেলা

ময়নাগুড়িতে জনসংযোগ যাত্রায় বেরিয়ে গৃহস্থের বাড়িতে মাটিতে বসে মধ্যাহ্নভোজ অভিষেকের

রাস্তায় নেমে জনসংযোগ সারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । হেঁটে গ্রামে-গ্রামে ঘুরে আমজনতার অভিযোগ শুনছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পৌঁছে যাচ্ছেন গ্রামবাসীদের ঘরে। এবার মধ্যাহ্নভোজও সারলেন তিনি। মেনুতে ছিল ভাত,ডাল,বেগুন ভাজা,আলু ভাজা,আলু দিয়ে পাতলা করে আড় মাছের ঝোল,সঙ্গে ছিল কালোজিরে ও কাঁচা লঙ্কা দিয়ে বোরলি মাছের পাতলা ঝোল। এর সঙ্গে ছিল চাটনি,দই,মিষ্টি। এ দিন দুপুরে রাউত পরিবারের সঙ্গে মাটিতে বসেই সারলেন দুপুরের খাওয়া-দাওয়া। ময়নাগুড়ি বিধানসভা এলাকার দোমহনি পুরাতন বাজার রাজবংশী এলাকা। শনিবার সেখানেই জনসংযোগ সারছিলেন অভিষেক। সেখানকার বাসিন্দা জীবন রাহুতের বাড়িতে মধ্যাহ্নভোজ সারতে ঢোকেন অভিষেক। গত এক বছর আগে ১২ জুলাই সাংগঠনিক সভা করতে এসে এই বাজার এলাকার মানুষের সঙ্গে কথা বলেছিলেন তিনি। স্থানীয়রা বাজার সংস্কারের কথা জানিয়েছিলেন তাঁকে। অভিষেকের উদ্যোগে জেলা পরিষদ এই বাজার সংস্কার করে দেয় দ্রুত। তখনই জীবনবাবু অভিষেককে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন।