দুবাই গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে কলকাতা থেকে দুবাইয়ে গিয়েছেন তিনি, এমনই জানা যাচ্ছে। বিমানবন্দর সূত্রে খবর, বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে ফ্লাই এমিরেটসের বিমানে চেপে দুবাই গিয়েছেন তিনি। সূত্র মারফত জানা যাচ্ছে, এদিন সকাল ৯ টা ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক প্রস্থান গেট ৪এ/৪বি দিয়ে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেন অভিষেক। তারপর ফ্লাই এমিরেটসের কলকাতা থেকে দুবাইগামী ইকে-৫৭১ বিমানে চেপে তিনি দুবাইয়ের উদ্দেশে রওনা দেন। উড়ান সংস্থা সূত্রে আরও জানা যাচ্ছে, তিনি বিমানের ১এ আসনে বসেছিলেন। উল্লেখ্য, বাঁ দিকের চোখের সমস্যা নিয়ে অনেকদিন ধরেই ভুগতে হয়েছে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই চোখের চিকিৎসা করাতে গিয়ে এর আগেও দুবাইয়ে যেতে হয়েছিল তাঁকে। প্রথমে দুবাইয়ে, তারপর সেখান থেকে আমেরিকায় তাঁকে যেতে হয়েছিল চিকিৎসার জন্য। আমেরিকার জন হপকিন্স হাসপাতালে দীর্ঘদিন তাঁর চিকিৎসা চলেছে। সেখানেই তাঁর চোখের অস্ত্রোপচার হয়। সেই অস্ত্রোপচার শেষে কলকাতায় ফেরেন তিনি। মার্কিন মুলুকে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চোখের জটিল অস্ত্রোপচারের পর গতবছরের অক্টোবরে কলকাতায় ফিরেছিলেন তিনি।