জেলা

উন্নয়নের নিরিখে ভোট দিন, আর্জি অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা বৃহস্পতিবার তৃতীয় দিনে পড়েছে। এদিন আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের সভা থেকে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড বিজেপির বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি মানুষকে উন্নয়নের নিরিখে ভোট দেওয়ার আর্জি জানান। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সভা থেকে বলেন, ২০১৯ সালে ধর্ম নিয়ে রাজনীতিতে হাওয়া তুলেছিল বিজেপি। ২০২১ সালে পৃথক রাজ্যের দাবি নিয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু পুরনো সেই ভুল ভুলে এবার আগামী নির্বাচনে উন্নয়নের নিরিখে ভোট দেওয়ার আর্জি জানান তিনি। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। আগামী দিনে যখন আপনারা ভোট দেবেন তখন নিজেদের সার্বিক উন্নয়নকে সামনে রেখে ভোট দেবেন।’ অভিষেক বলেন, ‘২০২১ সালে জেলার পাঁচটি বিধানসভাতেই বিজেপি জিতেছিল। কারণ, আপনারা পৃথক রাজ্যের দাবিতে ভোট দিয়েছিলেন। লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দেননি।’