কলকাতা

৩দিনের গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

 আগামী ১৪ ফেব্রুয়ারি পশ্চিম ভারতের সমুদ্র সৈকত রাজ্যে বিধানসভার ভোট। ৪০ আসনের বিধানসভা ভোটে লড়তে প্রস্তুত তৃণমূল। গত সপ্তাহেই ৪০ আসনের প্রার্থী তালিকাতে প্রার্থী প্রকাশ করেছে ঘাসফুল শিবির। যেহেতু ৩১ আসনে তৃণমূল ও ৯ আসনে মহারাষ্ট্র গোমন্তক পার্টির জোট রয়েছে। তাই ৩১ আসন দখলেই জোর দিচ্ছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ৩ সেনাপতিকে মাঠে নামিয়েছেন গোয়ায়। মহুয়া মৈত্র, সুস্মিতা দেব ও সৌরভ চক্রবর্তী, তিনজনকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে গোয়ার সংগঠনের ক্ষেত্রে। প্রার্থী তালিকাতে রয়েছেন প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও ও আলেমাও চার্চিল। তারকা প্রচারক হিসেবে ৩০ জনের নাম চূড়ান্ত হয়েছে যাতে রয়েছেন খোদ তৃণমূল সুপ্রিয়ো মমতা বন্দ্যোপাধ্যায়, যশবন্ত সিনহা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, লিয়ান্ডের পেজদের মত তারকাদের। তাই ফের গোয়া সফরে যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সোমবার দুপুরেই কলকাতা থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন অভিষেক। আগামী তিনদিন সেখানেই থাকবেন। খতিয়ে দেখবেন প্রচার কৌশল। রণনীতি তৈরি করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিন দিনের এই গোয়া সফরের মধ্যেই আরও বেশ খানিকটা প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। পূর্ণাঙ্গ প্রার্থী তালিকাও প্রকাশিত হওয়ায় সম্ভাবনা থাকছে। এদিন থেকেই গোয়াতে মনোনয়নের দিন শুরু হচ্ছে। সেই দিকেও নজর রয়েছে অভিষেকের। তৃতীয় দফার প্রার্থী তালিকা নিয়েও নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। খতিয়ে দেখবেন গোয়ার ভোট প্রস্তুতিও। আগামী ২৬ জানুয়ারি রাজ্যে ফিরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।