তিন দিনের জন্য গোয়া সফরে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতেই তিনি ওই রাজ্যে পৌঁছে গিয়েছেন। বুধবার বেশ কয়েকটি কর্মসূচি এবং বৈঠকের কথা রয়েছে অভিষেকের। সকাল ১১টা নাগাদ তিনি যান সাঙ্কেলিমের রুদ্রেশ্বর মন্দিরে। সেখানে পুজো দেন তিনি। পুজো শেষে সাংবাদমাধ্যমে অভিষেক বলেন, “রুদ্রেশ্বর মন্দিরে পরিদর্শনের সৌভাগ্য হল আমার। গোয়াবাসীদের উন্নতি এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছি। নতুন বছরে পা রাখতে চলেছি। আমরা নিশ্চিত এক নতুন সূর্যোদয় দেখবে গোয়া।” অভিষেক এও বলেন, মহাদেবের কাছে গোয়ার ২০ লক্ষ মানুষের জন্য প্রার্থনা করেছি। গোয়ার সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করেছি। তাঁর কথায়, গোয়ার ঐক্য, সৌহার্দ্য যেন বজায় থাকে। আগামী বছর গোয়ার মানুষের জীবন যেন খুশিতে ভরে থাকে। এই মন্দিরের পাশাপাশি বুধবার বিকেলে একটি মঠেও যাবেন অভিষেক। গোয়ার কানাকোনায় পার্তগলি জীবোত্তম মঠে যাবেন তিনি। সূত্রের খবর, সব জায়গাতেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন অভিষেক। তাঁদের সমস্যার কথা জানার চেষ্টা করবেন। এ ছাড়া দলের সাংগঠিক কিছু কর্মসূচি রয়েছে তাঁর। বিকেল ৫টা নাগাদ কানকোনার গোকর্ণ মঠ পরিদর্শনের কথা রয়েছে তাঁর।এ বার গোয়াকে পাখির চোখ করে এগোতে চাইছে তৃণমূল। তাই দলের শীর্ষ নেতৃত্বের অনেকেই সেখানে ঘাঁটি গেড়েছেন। ভোটের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই সফর অনেক বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এ দিন দিনের শুরুতেই সাঙ্কেলিমের রুদ্রেশ্বর মন্দিরে পুজো দেন তিনি। সঙ্গে ছিলেন দলীয় কর্মীরা। মন্দির থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে