আগামী ২৩ জুন ত্রিপুরার ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মঙ্গলবার সেই নির্বাচনের প্রচারে গিয়ে আগরতলায় ঝড় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কেন্দ্রের শাসকদল বিজেপিকে আক্রমণ করেন তিনি। এদিন আগরতলায় দাঁড়িয়ে তিনি বলে, বিজেপি ভাইরাস হলে ভ্যাকসিন একমাত্র তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আগরতলায় বিজেপিকে আক্রমণ করে বলেন, আগামী ২৩ জুন খুঁটি পুজো। আর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিসর্জন হবে বিজেপির। ওরা ভাইরাস হলে ভ্যাকসিন একমাত্র তৃণমূল। এদিন তিনি ত্রিপুরায় বিজেপিকে বিঁধে আরও বলেন, ‘যতই ধমকাও, চমকাও, এক বার ত্রিপুরায় যখন ঢুকে পড়েছি, তোমাকে রাজ্য ছাড়া না করে বসব না। ত্রিপুরায় পরিবর্তন হবেই। এটা ত্রিপুরাবাসী বনাম বিজেপির লড়াই।’ আগামী ২০ জুন আবার ত্রিপুরায় আসবেন বলেও জানিয়েছেন তিনি। কেন্দ্রের বিজেপি সরকার নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে বলে আগে একাধিকবার সরব হয়েছেন অভিষেক। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে টানা জেরা করে সিবিআই। কলকাতায় অভিষেকের বাড়িতে গিয়ে সিবিআই আধিকারিকরা রুজিরাকে জিজ্ঞসাবাদ করে। এদিন সেই প্রসঙ্গে অভিষেক বলেন, ‘আমি আজ ত্রিপুরা আসব, এটা যখনই শুনেছে, আমার স্ত্রীকে চিঠি পাঠিয়েছে। তুমি নাকি বিশ্বের সবচেয়ে বড় দল! বিজেপিকে প্রশ্ন করি, এত ভয় কেন? আমাকে দিল্লি ডেকে পাঠিয়েছিল। ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। আমি তাতে থোড়াই ডরাই!’ এ দিন কংগ্রেসকেও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের হেভিওয়েট নেতা। তিনি বলেন, ‘কংগ্রেসের কী দুরবস্থা! পুরসভায় ২ শতাংশ ভোট পেয়েছে। আর এখন ৫ হাজার টাকা দিয়ে ছাদে গিয়ে জয়েন করাচ্ছে।’


