দেশ রাজনীতি

সুদীপের জায়গায় তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক

ছাব্বিশের ভোটের আগে আরও বড় দায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন অভিষেক। এতদিন এই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। অসুস্থতার কারণে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে ৷ একইদিনে লোকসভায় চিফ হুইপের পদ ছাড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার দিল্লিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত এই দলের সাংসদদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ডায়মন্ড হারবারের তিনবারের সাংসদ অভিষেক বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং দলের বিভিন্ন কাজ সামলে চলেছেন ৷ 2026-এর বিধানসভা ভোটের আগে তাঁর আরও ‘গুরুদায়িত্ব’ বাড়ল ৷ সূত্রের খবর, সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ না-হওয়া পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় দলের নেতৃত্ব দেবেন ৷ কলকাতা উত্তর থেকে চারবারের প্রবীণ সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় 2011 সালে মমতা সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর এই পদের দায়ভার সামলেছেন ৷ তবে নতুন দায়িত্বের মাধ্যমে অভিষেককে কার্যত দলের কেন্দ্রীয় রাজনীতির মুখ হিসেবে আরও একধাপ উপরে তুলে আনা হল বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।