কলকাতা

‘বিধায়ক কেনাবেচাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র কাজ’, অমিত শাহ সব চেয়ে বড় পাপ্পু কটাক্ষ অভিষেকের

দিল্লিতে নয়, কয়লাকাণ্ডে এবার কলকাতায় ম্যারাথন জেরা ইডি-র। সাড়ে ছয় ঘন্টার পর সিজিও কমপ্লেক্স থেকে ছাড়া পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘এজেন্সির জুজু দেখিয়ে ভয় দেখানো যাবে না। আন্দোলনের ভাষা আরও তীব্রতর হবে। সাধারণ মানুষের কাছে মাথা নত করব। সিবিআই, ইডি-র কাছে মাথা নত করব না। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘প্রমাণ করুন ৫ পয়সা নিয়েছি। একটাও যোগসূত্র মিললে ফাঁসিকাঠে ঝুলব।’ এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে তুলোধনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশ, সরাসরি তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও। বলেন, গোরুপাচার কেলেঙ্কারির টাকা সরাসরি অমিত শাহের কাছে গিয়েছে। গোরুপাচার মামলা আসলে স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি। তিনি এও বলেন, ‘বিধায়ক কেনাবেচাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র কাজ’। উল্লেখযোগ্যভাবে এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নেতারা রাহুল গান্ধীকে পাপ্পু বলে সম্বোধন করেন, তার বিরোধিতা করে অভিষেক এদিন বলেন দেশের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ। বিজেপির পথের কাঁটা তৃণমূল বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে শুভেন্দু অধিকারী নাম নিয়েও বোমা ফাটালেন অভিষেক। তাঁর দাবি, বিনয় মিশ্রের সঙ্গে ফোনে কথা বলেন শুভেন্দু অধিকারী। ৮ মাস আগে কথা বলেন। যথা সময়ে সেই ক্লিপ তিনি সামনে আনবেন।