দেশ

গোয়ার ফল বিশ্লেষণে কমিটি গড়লেন অভিষেক, আগামী ২৬ মার্চ প্রার্থী ও নেতাদের নিয়ে বৈঠক ডাকলেন

নির্বাচন প্রত্যাশিত ফলাফল কেন এল না, কোথায় খামতি রয়ে গেল-এই সমস্ত বিষয়ে পর্যালোচনার জন্য একটি রিভিউ কমিটি গড়লেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়৷ বাংলার বাইরে সর্বভারতীয় ক্ষেত্রে এটাই প্রথম অ্যাসিড টেস্ট ছিল অভিষেকের ৷ তাই রিভিউ কমিটিও গড়লেন তিনি ৷ যার মাথায় হরিয়ানার তৃণমূল নেতা অশোক তানওয়ারকে বসালেন অভিষেক। রয়েছেন সুস্মিতা দেব, সৌরভ চক্রবর্তীরাও ৷ যদিও উল্লেখযোগ্যভাবে এই কমিটিতে রাখা হয়নি মহুয়া মৈত্রকে ৷ যিনি গোয়ায় বিধানসভা নির্বাচনে দলের পর্যবেক্ষকের দায়িত্ব সামলেছিলেন ৷ গোমন্তক পার্টির সঙ্গে জোট বেঁধে গোয়ায় ৬০টি আসনের ২৬টিতে প্রার্থী দিয়েছিল ঘাসফুল ৷ সবক’টিতে হারতে হলেও কয়েকটিতে হারের ব্যবধান নেহাতই সামান্য ৷ তাই পরাজয় সত্ত্বেও নিরন্তর প্রচার চালিয়ে গোয়ার মানুষের কাছে দলের বার্তা অন্তত পৌঁছে দিতে পেরেছেন কর্মীরা, সহকর্মীদের উদ্দেশ্যে খোলা চিঠিতে এমনটাই দাবি করেছেন অভিষেক ৷ গোয়ায় সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূলের যাত্রাপথের সাফল্য-ব্যর্থতার খতিয়ান দলগত এবং ব্যক্তিগত স্তরে তুলে ধরার কথা চিঠিতে বলেছেন অভিষেক ৷ আগামী ২৬ মার্চ কোর কমিটির সদস্য এবং দলের অন্যান্যদের উপস্থিতিতে প্রথম রিভিউ মিটিংয়ের কথাও চিঠিতে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷