কলকাতা

‘পঞ্চায়েত করে খাওয়ার জায়গা নয়’, নেতা ও কর্মীদের কড়া বার্তা অভিষেকের

আবারও দলের নেতা ও কর্মীদের কড়া বার্তা দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, স্বচ্ছ থাকতে হবে।  সোমবার তৃণমূল যুবরাজ বসেছিলেন ভার্চুয়াল বৈঠকে। উপস্থিত ছিলেন জেলা সভাপতি ও ব্লক সভাপতিরা।  সংশ্লিষ্ট বিধায়করাও উপস্থিত ছিলেন দলীয় বৈঠকে। এদিন দুপুর তিনটে থেকে শুরু হয়েছিল বৈঠক। সেই বৈঠকেই কড়া বার্তা দেন নেতা। উল্লেখ্য, এর আগেও একাধিকবার ‘স্বচ্ছ’ থাকার বার্তা দিয়েছিলেন তিনি।  এদিন তিনি বলেন, পঞ্চায়েত করে খাওয়ার জায়গা নয়। এমন ব্যক্তিরা নির্বাচনে টিকিট পাবেন না। কে টিকিট পাবেন, তা ঠিক করবেন একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, সৎ ও পরিচ্ছন্ন ব্যক্তিই পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাবেন, এমনটাই জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এদিন অভিষেক আরও বলেন, কাজ না করলে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। বলেন, কোনও রকম গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। তাঁর প্রশ্ন, ‘কেন দিদির সুরক্ষা কবচ হয়নি একাধিক জায়গায়?’ আরও প্রশ্ন, ব্লক সভাপতিদের সঙ্গে কেন অঞ্চল সভাপতিদের ঝামেলা হবে? জিজ্ঞেস করেন, কেন একাধিক বিধায়ক কাজ করেননি? উদয়ন গুহ এবং রবীন্দ্রনাথ ঘোষের উদ্দেশ্যে অভিষেকের প্রশ্ন, ‘কেন আপনাদের এলাকায় কেউ যেতে পারবেন না?’ জানা গিয়েছে, এদিন নির্বাচনী কৌশল নিয়েও একাধিক বার্তা দিয়েছেন অভিষেক। উঠে এসেছে, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কী ভাবে লড়াই করতে হবে, সেই প্রসঙ্গ।