কলকাতা

আগামীকাল থেকে শুরু অভিষেকের জনসংযোগ যাত্রা

আগামীকাল থেকে শুরু অভিষেকের জনসংযোগ যাত্রা। কোচবিহার থেকে সেই যাত্রা শুরু হয়ে শেষ হবে সাগরে। দীর্ঘ ২মাস ধরে চলা সেই কর্মসূচির দু’টি ভাগ, ‘জনসংযোগ’ ও ‘গ্রাম বাংলার মতামত’। সমগ্র কর্মসূচি একত্রে ‘তৃণমূলে নবজোয়ার’। আর এই কর্মসূচিতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি নজর দিচ্ছেন জঙ্গলমহলের বৃহৎ অংশ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকা ও বীরভূমে। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বর্তমানে তিনি বিচারাধীন। এই জায়গায় বাড়তি নজর দেবেন  তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ যাত্রা করবেন নানুরে। বীরভূমের জেলার তিনটি কেন্দ্রে যেতে পারেন তিনি। সেই সঙ্গে বিশেষ নজর দেবেন পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায়। শুভেন্দু অধিকারী দাবি করেন, পূর্ব মেদিনীপুর তাঁর গড়। ওই জেলার রামনগর, পটাশপুর, পাঁশকুড়া পূর্ব ও নন্দকুমারে যাবেন তৃণমূল যুবরাজ। এই সমস্ত অঞ্চলে বাড়তি গুরুত্ব দেওয়ার পাশাপাশি তাঁর বিশেষ নজর থাকবে কোচবিহার, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণাতে।