জেলা

‘আমরা যেটা করেছি সেটা ইনসাফ’ বামেদের ব্রিগেড নিয়ে কটাক্ষ অভিষেকের

প্রায় ৫০ দিনের ইনসাফ যাত্রা শেষে রবিবার দুপুরে ব্রিগেডের মাঠে ছিল ডিওয়াইএফআই-এর সমাবেশ৷  এদিনই নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে কার্যত লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ খুব স্বাভাবিক ভাবেই, তাঁর বক্তৃতায় উঠে এল এদিনের বাম সমাবেশের কথা৷ এদিন পৈলানের বিষ্ণুপুরের যুব সঙ্ঘের মাঠে বক্তৃতা করেন অভিষেক৷ শুরুতেই বলেন, ‘‘আজকের সভার থেকে অন্য সভার ফারাক রয়েছে। আজ শুধু রাজনৈতিক সভা নয়। ২০১৪ থেকে ২০২৪। এই ১০ বছরে বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমি করেছি।আজকের মাঠেই আমি আমার প্রথম সভা করেছিলাম প্রার্থী হয়ে। ২০১৪ থেকে ২০২১ সাল এই মাঠেই প্রথম সভা হয়। তাই শুভ কাজ এই মাঠ থেকেই করা হল।’’ প্রসঙ্গত, এদিন এই মাঠের অনুষ্ঠান থেকেই নিজের কেন্দ্রের প্রবীণদের জন্য মাসিক ১০০০ টাকা করে দলীয় ভাতার পরিষেবা চালু করলেন অভিষেক৷ অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন নাম না করে বামেদের ব্রিগেড অভিযান নিয়ে কটাক্ষ করতে দেখা যায় অভিষেককে৷ তৃণমূল সাংসদ বলেন, ‘‘আজ রোববার অনেক দল দুপুরে সভা করছে। আমাদের সাথে তাদের ফারাক আছে। তাদের সভায় ভাষণ শুনতে যায়। আমাদের সভায় স্বপ্ন বাস্তবায়িত হতে দেখতে আসে। আগে ভোট, পরে কাজ আমি বলি না। আমি আগে কাজ করি, পরে ভোটের কথা বলি। এটাই আমাদের সাথে অন্য দলের ফারাক।’’ বাম-বিজেপি কার্যত এক বন্ধনীতে রেখে অভিষেকের আক্রমণ, ‘‘কেউ বলছে ইনসাফ, কেউ বলছে ন্যায়, কেউ বলছে সবকা বিকাশ। আজকে আমরা যেটা করেছি সেটা ইনসাফ, সেটা ন্যায়। আজ ডায়মন্ড হারবারে যা হল সেটাই সবকা সাথ সবকা বিকাশ৷’’ অভিষেক বলেন, ‘‘আমার দুই মাস সময় লেগেছে। ১ তারিখ আমাদের দলের প্রতিষ্ঠা দিবস। তাই আরও সাত দিন সময় নিয়ে ৭৬ হাজার ১২০ জনকে বার্ধক্যভাতা দেওয়া হল। আগে রেজিষ্ট্রেশন করা হয়েছে। তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছে। ডেটা চেক করা হয়েছে। বাড়ি বাড়ি ভেরিফিকেশন করে ৭৬ হাজার ১২০ জনের ভাতা দেওয়া হল। ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হচ্ছে। ১৬৩৮০ স্বেচ্ছাসেবক আমরা করেছি। তারা ৪-৫ জনের দায়িত্ব নিয়ে আমরা হাসি ফোটালাম৷’’