জেলা

‘ঝাড়গ্রামে ঝাড় খেয়েছে বিজেপি, ৪-০ হবে, মমতাই সরকার গড়বে’, চ্যালেঞ্জ অভিষেকের

পদ্মফুল চোখে সর্ষে ফুল দেখবে

একুশের নির্বাচনে বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলই ক্ষমতায় আসছে, আবারও এমন আত্মবিশ্বাসের সুর শোনা গেল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। এদিন, বিনপুরের সভায় অভিষেক বলেন, ‘ঝাড়গ্রামে ৪-০ হবেই। আড়াইশোরও বেশি আসনে জিতে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ই সরকার গড়বে। আর পদ্মফুল চোখে সর্ষেফুল দেখবে।’ সম্প্রতি সত্যিই জঙ্গলমহলে বিজেপির জনসভাগুলিতে লোক হচ্ছে না, ফলে চিন্তা বেড়েছে গেরুয়া শিবিরের। রাজ্য নেতাদের তো বটেই যোগী আদিত্যনাথের মতো কেন্দ্রীয় নেতাদের সভাতেও সেভাবে ভিড় হতে দেখা যায়নি। মাঠ ফাঁকা। এমনকী, ঝাড়গ্রামের বুকে খোদ বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভা বাতিল করতে হয়েছে। সেই প্রসঙ্গ তুলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন,”আমি প্রথমেই ঝাড়গ্রামের মানুষকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা বিজেপিকে ঝাড় দিয়েছেন। এখন বাংলায় সভা করার আগে বিজেপির কেন্দ্রীয় নেতাদের ভাবতে হচ্ছে।” এরপরই প্রত্যয়ী অভিষেকের ঘোষণা, “ঝাড়গ্রামে আমি এর আগেও এসেছি। মানুষের এই স্বতঃস্ফূর্ততা আগে দেখিনি। আমি নেত্রীকে গিয়ে দায়িত্ব নিয়ে বলব, ঝাড়গ্রামে ৪-০ হওয়া সময়ের অপেক্ষা। আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামীদিনে রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, আড়াইশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে।”