অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লোকসভা নির্বাচন এই ভোটার তালিকার উপরেই হয়েছে। তাহলে আগে লোকসভা ভেঙে দেওয়া হোক। SIR হলে গোটা দেশে হবে। বাছাই করা রাজ্যে কেন হচ্ছে SIR?’ এর পাশা পাশি তিনি এও বলেন, ‘দিল্লিতে সাংসদদের শান্তিপূর্ণ মিছিলে অতি সক্রিয়তা দেখিয়েছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুলিশ বর্বরতা দেখিয়েছে।’ সোমবারের ঘটনায় দিল্লি পুলিশকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মহিলা সাংসদদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ‘মহিলাদের চুলের মুঠি ধরে হেনস্থা করেছে পুলিশ। আমাদের অনেক সাংসদ অসুস্থ হয়ে পড়েন। তৃণমূল সাংসদ মিতালি বাগকে হাসপাতালে নিয়ে যেতে হয়।’


