জেলা

সিবিআই জিজ্ঞাসাবাদের পর ফের নবজোয়ারে অভিষেক, দেখা করলেন বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে

কুন্তল ঘোষ চিঠি মামলায় ৯ ঘণ্টা ৪০ মিনিট ধরে অভিষেককে জেরা করেছে সিবিআই। তৃণমূলে সেকেন্ড-ইন-কমান্ডের অবশ্য দাবি, ‘টানা সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় জেরার নির্যাস হল শূন্য, আস্ত অশ্বডিম্ব। যারা জিজ্ঞাসাবাদ করেছে তাদের সময় নষ্ট এবং আমারও সময় নষ্ট’। এদিন বাঁকুড়ায় ফের ‘নবজোয়ার’ কর্মসূচি শুরু করলেন তিনি। বাঁকুড়ায় তৃণমূলের সভায় বজ্রাঘাতে মৃতদের পরিবার ও আহতদের সঙ্গে দেখা করলেন তিনি। পাশে থাকার আশ্বাস দিলেন। গত ৩০ এপ্রিল বাঁকুড়ায় ইন্দাসে তৃণমূলের সভায় বজ্রাঘাতে প্রাণ হারান ১ জন। আহত হন কমপক্ষে ৫০ জন। তখনও সভা শুরু হয়নি। সেদিন বিকেলে তুমুল বৃষ্টি নামে ইন্দাসের আশিনপুরে। যেসব তৃণমূল সমর্থকরা সভায় যোগ দিতে এসেছিলেন, যে যার মতো আশ্রয় নেন। সভাস্থলেই  একটি বটগাছে তলায় চলে যান অনেকেই। আর সেই গাছেই বাজ পড়ে!  এদিন সকালে ইন্দাসে গিয়ে নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে দেখা করেন অভিষেক।