দেশ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় হামলা, ডিজিকে চিঠি তৃণমূলের

ত্রিপুরার মাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলল নেতৃত্ব। শুধু অভিযোগ নয়, এই বিষয়ে ত্রিপুরা পুলিশের ডিজির কাছে চিঠিও দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। শুধু তাই নয়, ওই চিঠিকে অভিযোগ হিসাবে ধরে ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে। আর এই অভিযোগ ঘিরেই সরগরম সে রাজ্য।  গাড়িতে হামলার বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হল তৃণমূল নেতৃত্ব। দলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে। ত্রিপুরা পুলিশের হেড কোয়ার্টারে গিয়ে লিখিত অভিযোগ জমা দিল তৃণমূল নেতৃত্ব। ত্রিপুরা পুলিশের হেড কোয়ার্টারে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন তাঁরা। ত্রিপুরা পুলিশের হেড কোয়ার্টার থেকে বেড়িয়ে এই বিষয় দেবাংশু ভট্টাচার্য জানান, ‘অভিযোগ জমা দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘যে ঘটনা ঘটেছে। নিন্দনীয় ঘটনা। একদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলছেন অতিথি দেব ভব: অন্যদিকে, অতিথিকে স্বাগত জানানো হচ্ছে রড, দান্ডা, কাস্তে, লাঠি, বাঁশ ইত্যাদি দিয়ে।’তিনি আরও বলেন, ‘ত্রিপুরার সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ একে ধিক্কার জানিয়েছেন। সরকারের কাজ মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে চিকিত্‍সা দেওয়া, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, যে যে বিষয়গুলির দিকে সরকারের দেখা দরকার কোনো দিকে সরকার দেখছে না। সরকারের এখন একমাত্র কাজ এবং উদ্দেশ্য বিরোধী দমন কর।’ বলে অভিযোগ জানান তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য।