কলকাতা

‘যারা দেশ ভাগ করতে চাইছে, তাদের পরিণতি ভাল হবে না’, ঈদে বার্তা অভিষেকের

শনিবার সকালে কলকাতার রেড রোডে নামাজের অনুষ্ঠানে তিনি হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই। সেখান থেকেই তিনি কড়া আক্রমণ শানলেন গেরুয়া ব্রিগেডকে। এদিন অভিষেক বলেন, ‘ধর্মের নামে ভেদাভেদ তৈরির চেষ্টা করছে অনেকে। কিন্তু সেই প্ররোচনায় পা দেবেন না। যে চাঁদ দেখে আপনারা ইদ পালন করেন, তার কি কোনও ধর্ম আছে? হিন্দুদের পরবও তো চাঁদ দেখে হয়, তার কোনও ধর্ম হয় না। শরীরে যে রক্ত বইছে, তার কোনও ধর্ম হয় না। চাঁদ-সূর্য, গাছ-পালা, পাখিদের কলোরবের কোনও ধর্ম হয় না। বাংলায় ধর্মের নামে কোনও ভেদাভেদ নেই। আর সেই জন্যই বাংলা বাকিদের থেকে আলাদা। যারা ভেদাভেদ চায়, যারা দেশ ভাগ করতে চায় তাঁদের সকলের বিরুদ্ধে লড়াই করতে হবে। যারা দেশ ভাগ করতে চাইছে, তাদের পরিণতি ভাল হবে না। তাদের পরিণতি কী হবে, তা আগামী দিনে স্পষ্ট হয় যাবে। যারা আমাদের কাছে সার্টিফিকেট চাইছে, তারা আগে নিজেদের সার্টিফিকেটটা দেখাক।’