প্রায় ৯ ঘণ্টা ১৫ মিনিট পরে ইডির দফতর থেকে বেরিয়েই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তদন্তকারী সংস্থা এবং বিজেপিকে জোরালো আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাত ৮টা ৪৯ মিনিটে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ বলেন, “আগে নিট ফল ছিল জিরো, এখন আরও দুই নম্বর কমল। মাইনাস টু, নিট ফল মাইনাস টু। আমাকে ৯৬ ঘণ্টা জেরা করেও কিছু হবে না।” অভিষেক এও বলেন, ধূপগুড়িতে হারের জ্বালা মেটাতেই সিজিও কমপ্লেক্সে তাঁকে ডেকে পাঠিয়েছে বিজেপি। অভিষেকের হুঙ্কার, “এভাবে ইডি দিয়ে ডেকে পাঠিয়ে ধূপগুড়ি পুনরুদ্ধার হবে না।” কেন্দ্রের শাসকদলের প্রতি ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেন, “আমাকে টানা ৪ দিন জেরা করলেও মেরুদণ্ড বিক্রি হবে না। কারণ আমরা বশ্যতা স্বীকার করতে জানি না। তবে ইডিকে আমি দোষ দিই না। ওঁরা কর্মী মাত্র। নির্দেশ পালন করাই ওঁদের কাজ।” তিনি আরও বলেন, “যা যা প্রশ্ন করেছে আমি উত্তর দিয়েছি। বাংলার মানুষ মেরুদণ্ড বিক্রি করে না। যারা মেরুদণ্ড বিক্রি করে অন্য দলে চলে গিয়েছে তাদের ডেকে পাঠানো হয়নি।”