জেলা

মধ্যরাতে দমদম পার্কে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে পিছনে ধাক্কা, মৃত ৪, আহত ২

লেকটাউন থানা এলাকার দমদম পার্ক সিগন্যালে মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলা সহ তিন জনের। সিগন্যালে দাঁড়িয়ে থাকা ডাম্পারে পিছনে প্রাইভেট এসইউভি গাড়ি ধাক্কা মারে। একই সঙ্গে ধাক্কা মারে একটি বাইকেও। ওই প্রাইভেট গাড়িটিতে এক মহিলা সহ চার জন ছিল। বাইকে ছিল দুজন এমনটাই পুলিশ সূত্রে খবর। লেকটাউন থেকে বাগুইহাটির দিকে যাচ্ছিল প্রাইভেট গাড়িটি। দমদম পার্ক সিগনাল লাল থাকাই দাঁড়িয়ে পরে একটি লরি। এরপরেই দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে ওই গাড়িটি। এর পাশাপাশি একটি বাইকেও ধাক্কা মারে ওই গাড়িটি। চারচাকা গাড়িতে ছিল এক তরুণী সহ চারজন ও বাইকে ছিলেন দুজন। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে আরজিকর হাসপাতালে। জানা গিয়েছে ঘটনাস্থালেই মৃত্যু হয় এক তরুণী সহ তিন জনের। বাকিদের অবস্থা আশঙ্কা জনক। তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক ধারণা গাড়ির যাত্রীরা সকলেই মত্ত ছিলেন।