মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের জালে খুনি ৷ আজ রিজেন্ট পার্কে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা । ফলতা থানা এলাকার শতল কলসা এলাকার একটি বাগান বাড়ি থেকে তাকে পাকড়াও করা হয় ৷ ধৃতের নাম সুজিত মল্লিক । শুক্রবার রিজেন্ট পার্কে রং দেওয়াকে কেন্দ্র করে বন্ধুকে গুলি করে খুন করে সুজিত মল্লিক ৷ মৃত উত্তরপ্রদেশের বাসিন্দা দিলীপ চৌহান ৷ জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় বন্ধু সুজিত মালিকের স্ত্রী’কে রং মাখাতে গিয়েছিলেন দিলীপ ৷ কিন্তু ওই অবস্থায় তাঁর স্ত্রীকে রং মাখাতে যাওয়ার বিষয়টি একেবারেই ভাল চোখে নেয়নি সুজিত ৷ তাই দিলীপকে রং মাখাতে বাধা দিতেই কথা-কাটাকাটি শুরু হয় দু’জনের মধ্যে ৷ পরবর্তীতে তা গড়ায় হাতাহাতিতে ৷ তখনকার মতো পরিস্থিতি শান্ত হলেও পরে তা চরমে পৌঁছয় ৷ রং খেলার পর খাওয়া-দাওয়ার আসরে পানীয়ের ব্যবস্থাও ছিল । সেই সময় আচমকা ওই বাড়িতে হাজির হন সুজিত মল্লিক । এরপর দিলীপকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সুজিত ৷ গুলি গিয়ে লাগে পেশায় বাদাম বিক্রেতা দিলীপের তলপেটে ৷ ঘটনার পরই এলাকা থেকে পালিয়ে যায় সুজিত । অভিযোগ পেয়ে লালবাজারের গোয়েন্দা দমন শাখা এবং রিজেন্ট পার্ক থানার পুলিশ শুক্রবার থেকেই যৌথ অভিযানে নামে । শনিবার দুপুরে তাকে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে । পাশাপাশি ওই বাগান বাড়ি থেকে মূল অভিযুক্ত ছাড়াও ৩ জনকে আটক করেছে পুলিশ ।