দেশ

৮১৩টি বন্দুকের লাইসেন্স বাতিল করল পঞ্জাব সরকার

বন্দুকের যে লাইসেন্সগুলি বাতিল করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে লুধিয়ানা গ্রামীণ এলাকার ৮৭টি, শহীদ ভগৎ সিং নগরের ৪৮টি, গুরুদাসপুরের ১০টি, ফরিদকোট এলাকার ৮৪টি, পাঠানকোটের ১৯৯টি, হোশিয়াপুরের ৪৭টি, কাপুরথালার ৬টি, এসএএস কসবা এলাকার ২৩৫টি। বাতিল করা হয়েছে সাংরুর এলাকার ১৬টি বন্দুকের লাইসেন্স এবং অমৃতসর কমিশনারেট এলাকায় ২৭টি বন্দুকের লাইসেন্স বাতিল করা হয়েছে। বাতিল লাইসেন্সের তালিকায় রয়েছে জলন্ধর কমিশনারেট এলাকার ১১টি-সহ আরও বহু। পাঞ্জাব সরকার এখনও পর্যন্ত ২ হাজারের বেশি অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে। পঞ্জাব সরকারের তরফে জানানো হয়েছে, বন্দুক রাখার জন্য নিয়ম মেনে চলতে হবে। পাবলিক অনুষ্ঠান, ধর্মীয় স্থান, বিবাহ অনুষ্ঠান বা অন্য কোনো অনুষ্ঠানে অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে পঞ্জাবে। রাজ্যে হিংসা এবং অস্ত্রের মহিমান্বিত করার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে বলে জানিয়েছে আম আদমি পার্টির সরকার। হিংসার ঘটনা রুখতে আগামী দিনে বিভিন্ন এলাকায় র‍্যান্ডম তল্লাশি করা হবে। উল্লেখ্য পঞ্জাবে মোট ৩ লাখ ৭৩ হাজার ৫৩টি অস্ত্র লাইসেন্স রয়েছে।