কলকাতা

রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্ত ৪২৩৬, মৃত ৩১১, সুস্থ ৩১১৯

রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩৫ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭ হাজার ৭৩৮। এই ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে প্রাণ হারিয়েছেন আরও ১৭ জন করোনা রোগী। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৩১১। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে এই তথ্যের উল্লেখ রয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২৩৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৭ জন। রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১১৯ জন।