কলকাতা

আজ ফের ইডি দফতরে হাজিরা দিলেন অভিনেতা বনি 

ফের ইডি দফতরে হাজিরা দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের থেকে ৪০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল বনির বিরুদ্ধে৷ গত ৯ মার্চ তাঁকে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি৷ বনি প্রথম দিনের জিজ্ঞাসাবাদে দাবি করেছিলেন, সিনেমা করার অগ্রিম হিসেবে কুন্তলের থেকে গাড়ি কেনার জন্য ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি৷ এ দিন সেই গাড়ি কেনার কাগজপত্র নিয়ে বনি ফের হাজিরা দিতে বলা হয়েছিল বনিকে৷ সঙ্গে তাঁর বিদেশযাত্রা সংক্রান্ত তথ্য এবং নথিও নিয়ে আসতে বলা হয়েছিল৷ সূত্রের খবর, এ দিন সেই নথি নিয়ে এসেছেন বনি৷ প্রথম দিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেও এ দিন ইডি দফতরে ঢোকার সময় কোনও প্রশ্নেরই উত্তর দেননি বনি৷ তিনি কুন্তল ঘোষের থেকে নেওয়া টাকা ফেরত দেবেন কি না, সেই প্রশ্নও করা হয়েছিল বনিকে৷ সেই প্রশ্নেরও জবাব দেননি অভিনেতা৷ তবে গাড়ির টাকা ফেরত দিতে চাইলেও ইডি সূত্রে খবর, অভিনেতার বিদেশ ভ্রমণ নিয়ে তাঁকে জেরা করা হতে পারে। গত কয়েক বছরে বেশ কয়েকবার বিদেশে ঘুরতে গিয়েছেন বনি। সঙ্গে ছিলেন বান্ধবী তথা অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। কখনও দুবাই, কখনও মালদ্বীপ বেড়াতে গিয়েছিলেন দুজনে। সেই টাকা কোথা থেকে পেলেন, তার সঙ্গে কুন্তলের কোনও যোগ রয়েছে কি না তা জেরা করতে পারেন গোয়েন্দারা।