কলকাতা

উপাচার্যদের পুনর্নিয়োগ করার অধিকার নেই রাজ্যের: হাইকোর্ট

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের পুনর্নিয়োগ করতে পারবে না রাজ্য সরকার, মঙ্গলবার এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ উপাচার্য নিয়োগ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় এই নির্দেশ দেয়। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ চালিয়ে নিয়ে যেতে কার্যকালের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও উপাচার্যদের পুনর্নিয়োগ করেছিল রাজ্য সরকার। রাজ্যের সেই পদক্ষেপ নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রায় দেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্যদের একমাত্র নিয়োগ করতে পারবেন আচার্য। উপাচার্য নিয়োগ করার কোনও ক্ষমতা রাজ্য সরকারের হাতে থাকবে না। শুধু তাই নয় রাজ্য সরকার কর্তৃক নিয়োগ হওয়া সকল উপাচার্যকে পদ থেকে খারিজ করার নির্দেশও দিয়েছে আদালত। প্রসঙ্গত রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন পশ্চিমবঙ্গের পূর্ববর্তী রাজ্যপাল জগদীপ ধনকড়। ২০২১-এর ডিসেম্বরে তিনি এই অভিযোগ তুলে সরব হয়েছিলেন। সম্প্রতি বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তাঁদের সঙ্গে রাজভবনে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেদিন শিক্ষামন্ত্রী বলেছিলেন, “উপাচার্যরা প্রত্যেকে রাজ্যপালের হাতে একটি করে পদত্যাগপত্র দিয়েছেন এবং রাজ্যপাল তাঁদের তিন মাসের এক্সটেনশন দিয়েছেন। এখন তাঁরা প্রত্যেকেই বৈধ উপাচার্য।’