বিনোদন

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তাঁর পরিবারকে পাঠানো হল হোম কোয়ারেন্টাইনে

এবার হোম কোয়ারেন্টাইনে পাঠানো হল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তাঁর পরিবারকে। ১১ মে থেকে নওয়াজ, তাঁর মা, ভাই, ভাইয়ের স্ত্রীকে মুজফফরনগরের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। লকডাউন ঘোষণার সময় পরিবারের সকলকে নিয়ে মুম্বইতে ছিলেন তিনি। ঈদ উপলক্ষে সম্প্রতি মুজফফরনগরের বাড়িতে পৌঁছন তিনি। সূত্রের খবর, প্রশাসনের থেকে অনুমতি নিয়েই বাড়ি ফিরেছিলেন তিনি। স্থানীয় প্রশাসন তাঁকে ২৫ মে পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়। আগেই তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল, রিপোর্ট নেগেটিভ এসেছে বলে সূত্রের খবর।