২৭ ডিসেম্বর, শুক্রবার তাঁর জন্মদিন, তবে তাঁর আগেই অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। একমুখ দাড়ি, হাতে চ্যানেল করা, হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করলেন অভিনেতা। তবে হাসপাতালের বিছানায় শুয়েও তাঁর মুখে তখনও লেগেছিল অমলিন সেই হাসি। নিজের অসুস্থতার কথা জানিয়ে সাহেব লিখেছেন, ‘বন্ধুরা শারীরিক অসুস্থতার কারণে, আমায় ২৫ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ২৬ ও ২৮ তারিখ আমার যে শো করার কথা ছিল, তা আর হল না। সে কারণে আয়োজক ও দর্শকদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আপনারা আমার অবস্থা বুঝতে পারবেন।’ জন্মদিনে যাঁরা তাঁকে শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন, তাঁদেরকেও ধন্যবাদ জানাতে ভোলেননি সাহেব। অভিনেতা লেখেন, ‘আমি হাসপাতালে ভর্তি হওয়ার কারণে আমি আপনার জন্মদিনের শুভেচ্ছা ফোনের উত্তর দিতে পারছি না। আমার ৪৮তম জন্মদিন এবং দুর্ভাগ্যবশত এবার আমি আমার মায়ের থেকে দূরে। এই প্রথম আমি আমার জন্মদিনে আমার মায়ের সঙ্গে নেই, আমার স্ত্রী এবং আমার সন্তানদের থেকেও অনেক দূরে, ( মাইলো, চিঙ্কি, মিঙ্কি, টমি, রানি, জেরি, গোলু, হীরালাল, মিকি এবং টুকি এবং আমার আশেপাশে আরও ২৮ জন!) এবং আমি তার জন্যও আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’ নিজের এই পোস্টের শেষে ‘ওম সাইরাম..’ লিখেছেন সাহেব। জানা যাচ্ছে নতুন ছবির শ্যুটিং শেষ করে কলকাতায় ফিরতেই গলা ব্যথা শুরু হয়ে যায় সাহেবের। গলায় এতটাই ব্যথা যে ঢোক গিলতেও পারছিলেন না। সবসময় গলায় কী একটা আটকে আছে বলে মনে হচ্ছিল, এমনটাই জানিয়েছেন অভিনেতা। সঙ্গে জ্বরও ছিল। আর তাই দেরি না করে হাসপাতালে ভর্তি হন সাহেব।