বিজেপি মহিলারা নিরাপদ হয়। বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে দল ছাড়লেন স্বনামধন্য দক্ষিণী অভিনেত্রী তথা রাজনীতিবিদ গায়ত্রী রাগুরম। মঙ্গলবার তিনি নিজেই ঘোষণা করলেন যে, দল থেকে পদত্যাগ করছেন। সঙ্গে দাবি তুললেন, বিজেপি দলে থাকা তামিলনাড়ু ইউনিটের মহিলারা নিরাপদ নয়। সঙ্গে তিনি দল ছাড়ার সিদ্ধান্তের জন্য রাজ্য বিজেপি প্রধান কে আন্নামালাইকে দায়ী করেছেন। যদিও সিনিয়র নেতা অভিনেত্রীর দাবি প্রত্যাখ্যান করেছেন। এবং জানিয়েছেন, তিনি দল ছাড়লে কোনও ক্ষতি হবেনা। অভিনেত্রীর অভিযোগকে কোনও গুরুত্বই দেবে না কেউ। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের জাতীয় সভাপতি জে পি নাড্ডা এবং জাতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষকে ট্যাগ করে মিসেস রাগুরাম টুইটে জানিয়েছেন, “মহিলাদের জন্য সমান অধিকার এবং সম্মানের সুযোগ না দেওয়ার জন্য আমি বিজেপি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। সঙ্গে আমার মনে হয় আন্নামালাই-এর নেতৃত্বে মহিলারা নিরাপদ নয়। আমি একজন বহিরাগত হিসাবেই ভাল বোধ করব। কেউ সত্যিকারের কাজের চিন্তা করে না। আমি বিজেপির জন্য শুভকামনা জানাই।” তিনি আরও একটি টুইটে লেখেন, ‘মোদী জি আপনি বিশেষ, আপনি জাতির পিতা, আপনি সর্বদা আমার বিশ্বগুরু এবং মহান নেতা হয়ে থাকবেন। অমিতশাহ জি আপনি সর্বদা আমার চাণক্য গুরু হিসেবেই থাকবেন।’ প্রসঙ্গত, দল থেকে বরখাস্ত হওয়ার কয়েকদিন আগেই, অভিনেত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের পরিবারের একজন সদস্যের সঙ্গে দেখা করার অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা অমর প্রসাদ রেড্ডি। তিনি জানিয়েছিলেন, “বিজেপিতে বিশ্বাসঘাতকদের কোনও জায়গা নেই।” যদিও পরে অভিনেত্রী জানান, তিনি কেবল তাঁর বন্ধুর জন্মদিনের পার্টি আমন্ত্রিত ছিলেন। সেখানে কাকে নিমন্ত্রণ করা হয়েছিল সেই বিষয়ে তিনি কিছু জানতেন না। পদত্যাগ করার ঘোষণা করে আরও একটি টুইট বার্তায় মিসেস রাগুরাম জানান যে, তিনি মিঃ আন্নামালাইয়ের কারণে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মিঃ আন্নামালাইয়ের নেতৃত্বে চলতে পারবেন না। দলের বাকি মহিলা সদস্যদের উদ্দেশ্যে তিনি আরও জানান, “সামাজিক ন্যায়বিচার আশা করা যায় না। নারীরা নিরাপদে থাকুন কেউ আপনাকে বাঁচাবে বললে একেবারেই বিশ্বাস করবেন না। কেউ আসবে না। আপনাকে নিজেকেই বাঁচাতে হবে।”