বিনোদন

ফের মা হলেন অভিনেত্রী কোয়েল

দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। আজ, শনিবার সকালে সেই সুখবর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের মাঝে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। পুত্র সন্তানের পর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কোয়েল। সূত্রের খবর, মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন। বড়দিন ও নতুন বছরের আগে সুখবর এসেছে কোয়েল ও তাঁর স্বামী প্রযোজক নিসপাল সিং রানের পরিবারে। চলতি বছরের দুর্গাপুজোর সময়ে কোয়েল জানান তিনি ফের মা হতে চলেছেন। তারপর থেকেই মল্লিক ও রানে পরিবারে খুশির মাত্রা দ্বিগুণ হয়। আর আজ, শনিবার ঘর আলো করে লক্ষ্মী আসায় চওড়া হাসি হাসলেন প্রযোজক নিসপাল সিং রানে। সোশ্যাল মিডিয়ায় কোয়েলের কন্যাসন্তান হওয়ার খবর প্রকাশ্যে আসতেই টলিউডের তারকারা তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। জিৎ, মিমি চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুভশ্রী সকলেই কোয়েলকে একরাশ শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। ২০২০ সালে করোনার সময়ে পুত্র সন্তানের জন্ম দেন কোয়েল। সেই বছরেই দুর্গাপুজোর মহাষ্টমীর দিন পুত্রের নাম রাখেন কবীর। সেই কথা সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছিলেন অভিনেত্রী।