সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। যদিও এই বিষয়ে অভিনেত্রী নিজে কিছুই না বললেও, তাঁর বিয়ে নিয়ে গুঞ্জন টলিপাড়ায়। পাত্র সুমিত আরোরা। বলিউডের জনপ্রিয় সংলাপ লেখক সুমিত আরোরার সঙ্গে বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্কে আছেন ঋতাভরী। গত বছরের দীপাবলিতে সেই প্রেমের খবরে সিলমোহর দেন অভিনেত্রী নিজেই। এক ঘরোয়া অনুষ্ঠানে প্রেমিক সুমিতের সঙ্গে ছবি দিয়েছিলেন ‘বহুরূপী’ খ্যাত নায়িকা। তারপরে বড়দিনের পার্টিতেও একসঙ্গে দেখা যায় দু’জনকে। এবার শোনা যাচ্ছে বিয়েটা সেরেই ফেলতে চাইছেন ঋতাভরী। আর তেমনটা হলে শত শত পুরুষের হৃদয় যে ভাঙবে তা আর বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, চলতি বছরের শেষে ডিসেম্বর মাসে বিয়ের প্ল্যানিং করেছেন ঋতাভরী ও সুমিত। তবে কলকাতাতে নয়, থাইল্যান্ডে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করতে পারেন তাঁরা। বাঙালি ও পাঞ্জাবি, এই দুই মতেই বিয়ে হবে বলেই খবর। নিমন্ত্রিত থাকবেন আত্মীয় ও কাছের বন্ধুরা। তবে কলকাতাতে রিসেপশন পার্টি দিতে পারেন অভিনেত্রী। এমনটাও শোনা যাচ্ছে। সুমিত অরোরা বলিউডের জনপ্রিয় সংলাপ লেখক।‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির সংলাপ লিখেছেন তিনি।