দেশ

কংগ্রেস ছেড়ে ফের বিজেপিতে যোগ দিলেন দক্ষিণের অভিনেত্রী বিজয়াশান্তি

এবার কংগ্রেস ছেড়ে ফের বিজেপিতে যোগ দিলেন দক্ষিণের আরেক বিশিষ্ট জনপ্রিয় অভিনেত্রী বিজয়াশান্তি। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন বিজয়াশান্তি। তারপর সোমবারই দ্বিতীয়বার বিজেপিতে যোগ দেন ৫৪ বছরের অভিনেত্রী। ২০০৯-এর লোকসভা ভোটে সাংসদও হন। তারপর ২০১৪-য় অন্ধ্র প্রদেশ বিভাজিত হয়ে পৃথক তেলঙ্গানা রাজ্য তৈরি হওয়ার সময় তিনি টিআরএস ছেড়ে কংগ্রেসে যোগ দেন। কিন্তু গত শুক্রবার জিএইচএমসি-র ফলাফল ঘোষিত হওয়ার পর কংগ্রেস থেকে পদত্যাগ করেন বিজয়াশান্তি। এবার হায়দরাবাদ পুরসভা ভোটে বিজেপি দ্বিতীয় স্থানে উঠেছে এআইএমআইএম-কে টপকে। টিআরএস-কে জোরাল টক্কর দিয়ে, তাদের হাত থেকে অনেকগুলি আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি। তারপরই ফের পুরনো দলে ফিরলেন তেলুগু চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় নায়িকা।