ঘুষ নেওয়ার অভিযগে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত করছে আমেরিকার বিচার বিভাগ! সেই জন্য নোটিসও ধরানো হয়েছে ভারতীয় শিল্পপতিকে। দিনকয়েক আগে সংবাদ সংস্থা ব্লুমবার্গ দাবি করেছিল, ঘুষ নেওয়ার অভিযোগে মার্কিন বিচার বিভাগ আদানির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। ভারতে বিদ্যুৎ পরিষেবা প্রদানের ক্ষেত্রে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানিকে ঘুষ দিয়েছেন সরকারি আধিকারিকরা, এমনটাই অভিযোগ উঠেছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখতেই তদন্ত শুরু করে মার্কিন বিচার বিভাগ। সেদেশের বহু লগ্নিকারীর শেয়ার থাকতে পারে আদানির সংস্থাগুলোতে, সেই জন্যই মার্কিন মুলুকে শুরু হয়েছে তদন্ত। কেবল আদানি গোষ্ঠী নয়, তদন্ত শুরু হয়েছে আরেক ভারতীয় সংস্থা আজুরি পাওয়ার গ্লোবাল লিমিটেডের বিরুদ্ধেও। যা নিয়ে হইচই পড়ে যায়। তবে এই ঘটনায় এবার মুখ খুলল আদানি গোষ্ঠী। সম্প্রতি শেয়ার বাজারের একটি ফাইংলিংয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আদানি। শেয়ার বাজারের একটি ফাইলিংয়ের মাধ্যমে গৌতম আদানির সংস্থা জানিয়েছে, মার্কিন মুলুকে গৌতম আদানির বিরুদ্ধে কোনও ঘুষের তদন্ত হচ্ছে বলে তারা অবগত নয়। এই বিষয়ে মার্কিন বিচার বিভাগের তরফ থেকে কোনও নোটিশ আদানি গোষ্ঠীকে পাঠানো হয়নি। এদিকে আদানি গোষ্ঠীর অন্য সংস্থা – আদানি পোর্টসের তরফে পৃথক ফাইলিংয়ে এই রিপোর্টকে ‘মিথ্যা’ আখ্যা দেওয়া হয়েছে। এর আগে রিপোর্টে দাবি করা হয়েছিল, গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, একটি এনার্জি প্রকল্পে সুবিধা পেতে আদানি গোষ্ঠী ভারতের আধিকারিকদের ঘুষ দিয়ে থাকতে পারে। এই আবহে এই অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্তে নেমেছে মার্কিন প্রশাসন। এদিকে ভারতের আরও এক সংস্থা অ্যাজিউর পাওয়ার গ্লোবাল লিমিটেডের বিরুদ্ধেও তদন্ত চলছে।