বড়দিনে ভিড় সামাল দিতে রীতিমতো প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হয় পরিবহণ দফতরকে। সেই মতো এ বারও চাহিদা রয়েছে, এমন রুটগুলি ছাড়াও নিউ টাউনের ইকো পার্ক কেন্দ্রিক রুটে বাড়তি বাসের ব্যবস্থা করার উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি, আলিপুরে গড়ে ওঠা নতুন জেল মিউজিয়ামকে কেন্দ্র করেও বিশেষ বাস চালাতে উদ্যোগী হচ্ছে পরিবহণ দফতর। বছরের শেষ সপ্তাহের ছুটিতে ইকো পার্কে প্রায় প্রতিদিনই লক্ষাধিক মানুষের ভিড় হতে পারে। চাহিদা পূরণে বিশেষ বাসের ব্যবস্থা করতে ইতিমধ্যেই হিডকো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন পরিবহণ দফতরের অধিকারিকেরা। সূত্রের খবর, ইকো পার্ক, বিশ্ব বাংলা গেট ছুঁয়ে যাতায়াত করে এমন রুটে দৈনিক ১০০-১৩০টি বাস চালানো হবে ওই সময়ে। দুপুরের পর থেকে শহরের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছাড়বে ওই সব বাস। ইকো পার্ক সংলগ্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথ ছাড়াও প্রতি বার নিউ টাউনের পেঁচার মোড় থেকে অতিরিক্ত বাস ছাড়ার ব্যবস্থা করা হয়। এ বারও অনেকটা সেই রীতি অনুসরণ করা হবে। পাশাপাশি, বেসরকারি বাসের জোগান বাড়াতেও পদক্ষেপ করা হচ্ছে। উত্তর ২৪ পরগনা জেলা পরিবহণ দফতরের মাধ্যমে ওই সময়ে বাড়তি বাসের ব্যবস্থা যাতে করা যায়, সেই প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য পরিবহণ দফতর। ওই রুটগুলিতে সরকারি বাসের সঙ্গে বেসরকারি বাসও যাতে পর্যাপ্ত সংখ্যায় নামে, তা দেখা হচ্ছে। এ ছাড়াও আলিপুরের জেল মিউজ়িয়ামের কথা মাথায় রেখে নির্দিষ্ট রুটে বাস চালু করতে উদ্যোগী হয়েছে পরিবহণ নিগম। সূত্রের খবর, পরিকল্পনা খুব দ্রুত চূড়ান্ত করা হবে। এ সবের পাশাপাশি ই এম বাইপাস, পার্ক স্ট্রিট, সল্টলেক-সহ যে সব রুটে যাত্রীদের চাহিদা বেশি, সেখানেও বাসের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে।