জেলা

বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান লজ্জার, মোদি সরকারকে তোপ অধীর রঞ্জন চৌধুরী-র

বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থানস্খলনে মোদি সরকারের তুলোধনা করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ৷ বিষয়টি নিয়ে টুইটারে ক্ষোভ উগরে দেন তিনি ৷ উল্লেখ্য, বিশ্ব ক্ষুধা সূচকে মোট ১১৬ টি দেশের কথা বলা হয়েছে ৷ যে দেশের অবস্থা যত খারাপ, তার স্থান তত পিছনে ৷ ২০২১-এর এই তালিকায় ভারতের স্থান ১০১ ৷ যা যথেষ্ট উদ্বগজনক বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ যদিও কেন্দ্রের দাবি, যে পদ্ধতিতে এই হিসাব করা হয়েছে, তা নাকি ভুল ! আর সেই কারণেই এই সূচককে একবাক্যে খারিজ করে দিয়েছে মোদি সরকার ৷ তাঁর মতে, ভারতের এই অবস্থা নিঃসন্দেহে অভাবনীয় এবং লজ্জার ৷ কিন্তু, তার থেকেও বেশি লজ্জার বিষয় হল, কেন্দ্র এই সত্যকে স্বীকার করতে নারাজ ৷ বরং, তারা নানা অজুহাত খাড়া করে সূচক নির্ণয়ের গোটা প্রক্রিয়াটাকেই খারিজ করে দিতে উঠে পড়ে লেগেছে ৷ অধীরের অভিযোগ, দেশে যে দারিদ্র্য এবং অনাহার ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গিয়েছে, তা কোনও মতেই মানতে রাজি নয় সরকার ৷ অধীরের আশঙ্কা, উল্টে হয়তো এই সূচকের গায়ে দেশবিরোধী, ভারতবিরোধী এবং মোদিবিরোধী তকমা সেঁটে দেওয়া হবে ৷ অধীর ছাড়াও এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অন্যান্য প্রবীণ নেতারাও ৷