জেলা

‘দিদির বনাম খোকাবাবুর দল মারামারি চলছে!’ ফের বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী

তৃণমূলের অন্দরে গোষ্ঠীকোন্দল নিয়ে বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী বলেন, “তৃণমূল দলের মধ্যে আজ অন্তর্দন্দ্বের যে দহন চলছে, আর তা থেকে যে বিভাজন চলছে, তাতে তৃণমূল দল আগামী দিনে যে টুকরো টুকরো হয়ে যাবে, তা স্পষ্ট হয়ে যাচ্ছে। আজকে তৃণমূল দলের মধ্যে বিদ্রোহের হিম্মত করছে। এটা আগে ছিল না। তৃণমূল দলে এখন কার হাতে লাগাম, তা-ই স্পষ্ট নয়। আমার ধারণা দিদির দল ভার্সেস খোকাবাবুর দলের মধ্যে মারামারি চলছে।” নাম না করে এভাবেই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে।একইসঙ্গে অধীর চৌধুরী শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়েও বিজেপি-তৃণমূল আঁতাতের তোপ দাগেন। প্রধানমন্ত্রী মোদী দাবি করেছেন, বিজেপির চাপেই গ্রেফতার শাহজাহান! মোদির দাবি প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, “আমি তো কালকেই বলেছি হঠাৎ করে শাহজাহান গ্রেফতার আর নরেন্দ্র মোদীর আগমনের মধ্যে কি কোন মিল আছে? তারপর আবার দিদির মোলাকাত রাজভবনে! এই তিনটের মধ্যে কোথাও কী সমঝোতা আছে?” প্রসঙ্গত, ইডি অফিসারদের উপর হামলার ৫৬ দিন পর মিনাখাঁ থেকে গ্রেফতার হন শেখ শাহজাহান। অধীর রঞ্জন চৌধুরী সেই প্রসঙ্গে বলেন, “আমরা তো অনেক দিন আগেই একথা বলেছি। দিদির আঁচল যার মাথায়, পশ্চিমবঙ্গে তার কিছু হতে পারে কী? পুলিশ কী করবে? পুলিশের চাকরি যাবে! পুলিশকে কী কেউ বলেছে ধরে নিয়ে এসো?”