দেশ

Lok Sabha Election 2024: প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি, বারাণসী থেকে লড়বেন মোদি, গান্ধিনগর থেকে অমিত শাহ

নয়াদিল্লিঃ লোকসভা ভোটের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি৷ দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে আগামী লোকসভা নির্বাচনের ১৯৫টি আসনের প্রার্থী ঘোষণা করে দিল গেরুয়া শিবির৷ সেখানে স্পষ্ট করে দেওয়া হল, বারাণসী আসন থেকেই লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই আসন থেকেই তিনি লড়ে আসছেন, এ বারেও সেই আসনেই লড়ছেন৷ পাশাপাশি, পশ্চিবঙ্গের মোট ২০টি আসনের প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির৷ যে রাজ্যগুলির আসন ঘোষণা করা হয়েছে, সেগুলি হল উত্তরপ্রদেশ (৫১), পশ্চিমবঙ্গ (২০), মধ্যপ্রদেশ (২৪), গুজরাত (১৫), রাজস্থান (১৫), কেরল (১২), তেলঙ্গানা (৯), অসম (১১), ঝাড়খন্ড (১১), ছত্তিশগড় (১১), দিল্লি (৫), জম্মু ও কাশ্মীর (২), উত্তরাখণ্ড (৩), অরুণাচল প্রদেশ (২), গোয়া (১), ত্রিপুরা (১), আন্দামান (১), দমন ও দিউ (১)৷ এ ছাড়া লোকসভার অধক্ষ্যের নাম আছে, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম আছে৷ ২৮ জন মহিলা আছেন৷ ৪৭ যুব প্রার্থী৷ তফশিলি জাতির প্রার্থী আছেন ২৭ জন, তফশিলি উপজাতি ১৮, পিছিয়ে পড়া শ্রেণি ওবিসি ৫৭ জন৷ সব জাতি, বর্গ, সমাজকে এই তালিকায় রাখা হয়েছে৷ ১৬ রাজ্য ও ১ কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ১৯৫টি আসন নিশ্চিত হয়েছে৷ নরেন্দ্র মোদি বারাণসী থেকে লড়বেন৷ কেন্দ্রের ও রাজ্যের ৩৪ জন মন্ত্রীর নাম এখানে আছে৷ এ ছাড়াও, অরুণচাল প্রদেশের একটি আসন থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু৷ অসমে ডিব্রুগড় আসন থেকে লড়ছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল৷