জেলা

‘রাজ্যে ভ্যাকসিনের কোটা বাড়ান’, এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন অধীর চৌধুরী

পশ্চিমবঙ্গের প্রাপ্য যে ভ্যাকসিনের ‘কোটা’ রয়েছে কেন্দ্রের কাছে, তা আরও বাড়ানোর অনুরোধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন লোকসভার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি জানান, এ রাজ্যের ঘনজনবসতির কথা ভেবে দেখা উচিত। কোভিডের ঝুঁকি ক্রমেই বাড়ছে। অধীরবাবু চিঠিতে লেখেন, ‘অগস্টের ২ তারিখ পর্যন্ত এ রাজ্যের আনুমানিক ৩ কোটি ৬৫ হাজার ৮৪৫ জন বাসিন্দা টিকা পেয়েছেন। এ রাজ্যের জনসংখ্যা ১০ কোটি। অর্থাত্‍ ৭০ শতাংশ মানুষ এখনও ভাইরাস থেকে নিরাপত্তা পাওয়ার জন্য অপেক্ষা করছেন!’ চিঠিতে অধীরবাবু প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন, এ রাজ্যের জন্য ভ্যাকসিনের কোটা বাড়াতে হলে যা করণীয় তা করার জন্য। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, এ রাজ্যকে টিকা পর্যাপ্ত পরিমাণে না দেওয়ার। তিনি দাবি করেছেন, অনেক কম ঘনবসতিপূর্ণ রাজ্যগুলিও আগে টিকা পেয়ে যাচ্ছে, বিজেপি-শাসিত হওয়ার কারণে।